শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা মিজানপুরে ২শ ফুট দৈর্ঘ্যরে পতাকা টানিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

॥কাজী তানভীর মাহমুদ॥ রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল আসরের বাকি আর মাত্র কয়েকটা দিন। বিভিন্ন দেশের মতো বাংলাদেশও মেতেছে ফুটবল জ্বরে। ফুটবলপ্রেমীরা তাদের নিজ নিজ পছন্দের দেশের পতাকা টানিয়ে সমর্থন জানান দিচ্ছেন।
অন্য সবার মতো রাজবাড়ীর ফুটবল ভক্তরাও মেতেছে বিশ্বকাপ উন্মাদনায়। ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানীসহ বিভিন্ন দেশের রং-বেরংয়ের পতাকা। এরই মধ্যে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর দক্ষিণপাড়া এলাকায় ২০০ ফুট দৈর্ঘ্যরে পতাকা টানিয়ে আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা।
গঙ্গাপ্রসাদপুর দক্ষিণপাড়া এলাকার প্রবেশ মুখেই টানানো হয়েছে বিশাল আকৃতির এই আর্জেন্টিনার পতাকাটি। যা দেখে অনেকেই মুগ্ধ হচ্ছেন। রাজবাড়ী জেলার পরিচিত ফুটবল খেলোয়াড় আলম সেখ ওরফে লম্বু আলমের উদ্যোগে আর্জেন্টিনার এই বিশাল আকৃতির পতাকাটি তৈরী করেছে মিজানপুর ইউনিয়নের আর্জেন্টিনার ভক্তরা।
এ বিষয়ে ফুটবলার আলম সেখ ওরফে লম্বু আলম বলেন, আগামী ১৪ই জুন রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে। মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের নাদের, জিয়া, খোকন, ইভান, আতা, টিপু, আলিম, আজিম, রিপু, সাইদ, আনভীর, মাসুদ, রুবেল, আলামিন, শাহজাহান, সামসু, মিলন, শামীম, সাগর, ইউনুচ, মিজান, রাব্বী, হাসেম, হাসমত, ফারুকসহ আমরা যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছি তারা সকলে মিলে এই পতাকাটি টানিয়েছি। আশা করি বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জয় করবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!