॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতর আলী সরদারের নামে তার বাড়ীর কাছে গতকাল ৮ই জুন দুপুরে হাট উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় চরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে প্রায় দুই বছর ধরে তার বাড়ীর কাছের মাঠে প্রতিদিন বাজার বসানোর ব্যবস্থা করা হয়। এখন থেকে সপ্তাহের প্রতি শুক্র ও সোমবার সেখানে ২দিন করে হাট বসবে। এই হাটে নিত্যদিনের পণ্যসামগ্রী বেচাকেনাসহ নিয়মিত অন্তত শতাধিক দোকান-পাট খোলা থাকবে।
গতকাল শুক্রবার হাটের উদ্বোধন করেন দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতর আলী সরদার। তার আগে বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আতর আলী চেয়ারম্যানের বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাঈদ শেখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আতর আলী সরদার বলেন, দেবগ্রাম থেকে গোয়ালন্দ বাজারের দূরত্ব প্রায় ৮কিলোমিটার। সে কারণে স্থানীয় জনগণের দাবীর প্রেক্ষিতে তাদের কষ্ট-দুর্ভোগ লাঘব করতে তিনি তার বাড়ীর সামনে জমি প্রদান করেন। সেই জমিতে গত দুই বছর ধরে প্রতিদিন সকালে বাজার বসতো। এছাড়া সেখানে শতাধিক দোকান-পাট গড়ে ওঠে। আশপাশের জায়গার মালিকদের অনেকে দোকান-পাট গড়ে তুলে ভাড়া প্রদানের ব্যবস্থা করে। পরে উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে এই হাটের উদ্বোধন করা হলো। এখন থেকে সপ্তাহের প্রতি শুক্রবার ও সোমবার দুই দিন নিয়মিত হাট বসবে। সেখানে বিভিন্ন ধরনের শাক-সবজি, ফসলাদি ও মাছ-মাংসসহ সব ধরনের পণ্য বেচাকেনার ব্যবস্থা থাকবে।