॥রাকিবুল ইসলাম॥ রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশের উদ্যোগে গতকাল ৮ই জুন বিকালে রতনদিয়া ইউনিয়নের সাভারপাড়া গ্রামে মাদক, বাল্য বিবাহ ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম।
তিনি বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সারা দেশের ন্যায় কালুখালীতেও মাদক বিরোধী অভিযান চলছে। ইতোমধ্যে আমরা মাদকের সাথে জড়িত কয়েকজনকে আটক করেছি। মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক, বাল্য বিবাহ এবং জঙ্গীবাদের সাথে জড়িতদের সম্পর্কে তথ্য থাকলে সরাসরি আমাদেরকে অথবা পুলিশের জরুরী সেবার ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য জানাতে পারেন। কালুখালী থেকে মাদকসহ সকল প্রকার অপরাধ দূর করার জন্য যা যা করা দরকার আমরা করবো।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) মোঃ সহিদুল ইসলাম, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম শাহ আজিজ, থানার এস.আই এ.কে আজাদ, শহিদুল ইসলাম, শামীমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।