বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮ রাজবাড়ী জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৯ জুন, ২০১৮

কর্মজীবী কল্যাণ সংস্থা(কেকেএস) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) তরুণ প্রজন্মের মধ্যে সুকুমার বৃত্তি চর্চা এবং মাদক ও জঙ্গীবাদের ভয়াল গ্রাস হতে রক্ষা করতে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচী গ্রহণ করেছে।
এরই আওতায় দেশব্যাপী প্রতিশ্রুতিশীল কিশোর-কিশোরী নির্বাচন করা হচ্ছে। বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮ নামের এই প্রতিযোগিতায় প্রত্যেক উপজেলা থেকে ১০জন শ্রেষ্ঠ কিশোর-কিশোরী নির্বাচন করে জেলা পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে সেরা ১০জন বাছাইপূর্বক তাদেরকে ঢাকায় জাতীয় সম্মেলনে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। আগামী জুলাই মাসে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
রাজবাড়ী জেলা পর্যায়ে জেলার ৫টি উপজেলা থেকে ৪টি ধাপে শ্রেষ্ঠ ৫০জন কিশোর-কিশোরী নির্বাচন করা হয়। এদের নিয়ে গত ৭ই জুন জেলা পর্যায়ের প্রতিযোগিতা জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কেকেএসের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। দিনব্যাপী প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ১০ জন কিশোর-কিশোরী নির্বাচন করা হয়।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আশেক হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের সহকারী ব্যবস্থাপক সুমন চৌধুরী এবং ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাইদা খানম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেকেএসের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। রাজবাড়ী জেলা হতে নির্বাচিত শ্রেষ্ঠ ১০ জন কিশোর-কিশোরী হলো ঃ নীলয় সাহা, আহনাফ রাইয়ান, আহনাফ জাবীর, মনন আহম্মেদ, শাহমা আরুসা, মাহমুদুল হাসান, হাসিবুল হাসান, শাহরীয়ার মোর্শেদ খান, সিগমা ও সাদিয়া ইসলাম।
অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএসের সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন। কর্মসূচী সংগঠকের দায়িত্ব পালন করেন ফয়েজুল হক কল্লোল -প্রেস বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!