॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে নতুন কমিটির অনুমোদন দেয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে দলের পরীক্ষিত নেতাদের মধ্যে।
নতুন কমিটির অনুমোদনের একদিন পরেই গতকাল ৫ই জুন বিকেলে এ কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ক্ষোভ প্রকাশ করেন তারা। মিছিলটি বসন্তপুর কো-অপারেটিভ হাইস্কুল থেকে বের হয়ে স্থানীয় বাজার প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে দলের ত্যাগী নেতা জহুরুল ইসলাম খান বলেন, ২০১৬ সালের বসন্তপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন রিয়াদ হাসান ও সুমন শেখ। অথচ তাদেরকেই নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে। তাই এ কমিটিকে বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি হিসেবে স্বীকৃতি দেওয়া সমীচীন হবে না। এ কমিটিতে অনেক পরীক্ষিত যোগ্য নেতাকে অবমূল্যায়ন করে এবং অগণতান্ত্রিকভাবে কমিটি গঠন করায় আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সাথে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের যোগ্য নেতাদের যাচাই বাছাইয়ের মাধ্যমে এ কমিটি বাদ দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।
নতুন কমিটির সহ-সভাপতি পদে স্থান পাওয়া ফয়সাল ওসমান গনি বলেন, ত্যাগী নেতারা এ কমিটিতে স্থান না পাওয়ায় আমি এ পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।
বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন বিশ^াস বলেন, আমাদের সাথে আলাপ আলোচনা না করেই এ কমিটি করা হয়েছে। এ কমিটিতে সুমন শেখকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সে বিগত ৫ই জানুয়ারী নির্বাচন পরবর্তী ঢাকায় হেফাজতে ইসলামের আন্দোলনে যোগ দেয়ার জন্য মসজিদ থেকে লোকজন নিয়ে কোলার হাট এলাকায় সমবেত হয়েছিল। পরে খবর পেয়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এমন লোককে ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা খুবই দুঃখজনক।
উল্লেখ্য, গত ৪ঠা জুন রিয়াদ হাসান প্লাবনকে সভাপতি ও সুমন শেখকে সাধারণ সম্পাদক করে ৭সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। আগামী ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য বলা হয়।