॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ৩রা জুন দুপুরে সদর ইউনিয়নের আমতলা বাজার আইডিয়াল স্কুলের মাঠে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট(এনএটিপি-২) প্রকল্পের আওতায় দিনব্যাপী সিআইজি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কার্প জাতীয় মাছের মিশ্রচাষ/মনোসেক্স তেলাপিয়া চাষের উপর প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন শারমিন খান। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল হক, ক্ষেত্র সহকারী মোঃ আব্দুল হালিম ও ইতি খাতুন উপস্থিত ছিলেন। ২০জন সিআইজি সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।