Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজী ফুটানোর মধ্যদিয়ে উন্নয়ন মেলার সমাপনী

॥কবির হোসেন॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করতে দেশব্যাপী উন্নয়ন মেলার অংশ হিসেবে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা প্রশাসন আয়োজিত ৩দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৭ গতকাল ১১ই জানুয়ারী রাতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে।
বিকেলে সাড়ে ৪টায় জেলা প্রশাসক জিনাত আরা’র সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) স্বপন কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত পুলিশ সুপার(অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশরাফ হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা প্রমুখ। এ সময় জেলার সরকারী বিভাগের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, স্কুল শিক্ষিকা চায়না সাহা ও শিল্পী জান্নাতুল ফেরদৌস মিমি।
সভায় সভাপতির সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক জিনাত আরা মেলায় অংশগ্রহণকারী সকল সরকারী বিভাগ, এনজিও এবং মিডিয়া পার্টনার দৈনিক মাতৃকন্ঠকে মেলা সফল করায় আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও জেলা প্রশাসক তার বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আগামী ২০ হতে ২২শে জানুয়ারী পর্যন্ত ৩দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’য় সকলকে আগাম আমন্ত্রণ জানান।
আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মানোয়ার হোসেন মোল্লা ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) গান পরিবেশন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম কবিতা আবৃত্তি করেন। এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিীদের পরিবেশনায় নৃত্য, দেশাত্ববোধক গান ও বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করে।
সমাপনী অনুষ্ঠানে আলোচনার পর কুইজ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১ম, ২য় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিষ্ঠানকে স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়।
গত ৯ই জানুয়ারী শুরু হওয়া ৩দিনব্যাপী এই উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারী বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারী প্রতিষ্ঠানের সর্বমোট ৫৮টি স্টল অংশগ্রহণ করে। মেলায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। মেলার মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক মাতৃকন্ঠ। সর্বশেষ রাত ৯টায় জমকালো আতশবাজী ফুটিয়ে মেলা সমাপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হসিনা গত ৯ই জানুয়ারী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনদিনব্যাপী আয়োজিত এই উন্নয়ন মেলা দেশের ৬৪টি জেলা এবং ৪৯০টি উপজেলায় একযোগে উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজবাড়ীতে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।