বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজী ফুটানোর মধ্যদিয়ে উন্নয়ন মেলার সমাপনী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭

॥কবির হোসেন॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করতে দেশব্যাপী উন্নয়ন মেলার অংশ হিসেবে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা প্রশাসন আয়োজিত ৩দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৭ গতকাল ১১ই জানুয়ারী রাতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে।
বিকেলে সাড়ে ৪টায় জেলা প্রশাসক জিনাত আরা’র সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) স্বপন কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত পুলিশ সুপার(অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশরাফ হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা প্রমুখ। এ সময় জেলার সরকারী বিভাগের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, স্কুল শিক্ষিকা চায়না সাহা ও শিল্পী জান্নাতুল ফেরদৌস মিমি।
সভায় সভাপতির সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক জিনাত আরা মেলায় অংশগ্রহণকারী সকল সরকারী বিভাগ, এনজিও এবং মিডিয়া পার্টনার দৈনিক মাতৃকন্ঠকে মেলা সফল করায় আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও জেলা প্রশাসক তার বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আগামী ২০ হতে ২২শে জানুয়ারী পর্যন্ত ৩দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’য় সকলকে আগাম আমন্ত্রণ জানান।
আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মানোয়ার হোসেন মোল্লা ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) গান পরিবেশন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম কবিতা আবৃত্তি করেন। এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিীদের পরিবেশনায় নৃত্য, দেশাত্ববোধক গান ও বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করে।
সমাপনী অনুষ্ঠানে আলোচনার পর কুইজ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১ম, ২য় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিষ্ঠানকে স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়।
গত ৯ই জানুয়ারী শুরু হওয়া ৩দিনব্যাপী এই উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারী বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারী প্রতিষ্ঠানের সর্বমোট ৫৮টি স্টল অংশগ্রহণ করে। মেলায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। মেলার মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক মাতৃকন্ঠ। সর্বশেষ রাত ৯টায় জমকালো আতশবাজী ফুটিয়ে মেলা সমাপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হসিনা গত ৯ই জানুয়ারী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনদিনব্যাপী আয়োজিত এই উন্নয়ন মেলা দেশের ৬৪টি জেলা এবং ৪৯০টি উপজেলায় একযোগে উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজবাড়ীতে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!