॥রঘুনন্দন সিকদার॥ দেশের উন্নয়নের চিত্র তুলে ধরার লক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিনব্যাপী উন্নয়ন মেলা গতকাল ১১ই জানুয়ারী বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম রকিব হায়দারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মোঃ গোলাম রহমান মিঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ সালাম ও বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্যা প্রমুখ। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও সাংবাদিক মোঃ সোহেল মিয়া।
উল্লেখ্য ‘শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’ এই স্লোগান ধারণ করে ২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘ উন্নত বাংলাদেশ’ গঠনের লক্ষে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে তুলে ধরার জন্য এই মেলার আয়োজন করা হয়।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম রকিব হায়দার গান গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩দিনব্যাপী এই উন্নয়ন মেলার সমাপ্ত হয়। মেলায় ৩৪টি স্টল অংশগ্রহণ করে।