॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা গতকাল ১০ই জানুয়ারী সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী মধ্যপাড়া এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে বিআরডিবির অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ ও আলীপুর ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে মিনিতারা টিউবওয়েল স্থাপন স্কীম উদ্বোধন করেন।
আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিআরডিবি’র উপ-পরিচালক আফসানা হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নূর মহল আশরাফী এবং সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসনেয়ারা বেগম। এছাড়াও হোগলাডাঙ্গী গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুর রহিম ভূঁইয়া ও মনিকা খাতুন। এ সময় বিআরডিবি’র কর্মকর্তাগণসহ গ্রামের সুবিধাভোগী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিআরডিবি’র অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় বিআরডিবি ও আলীপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে হুগলাডাঙ্গী গ্রামে ৫টি মিনিতারা টিউবওয়েল স্থাপন করা হচ্ছে।