সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৭ উদ্বোধন আজ

  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

rajbari-pic-poster-3-9-1-2017

॥স্টাফ রিপোর্টার॥ রূপকল্প- ২০২১ এবং ভিশন-২০৪১ তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সাফল্য সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে আজ ৯ই জানুয়ারী থেকে দেশের সকল জেলা ও উপজেলা সদরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা- ২০১৭’।
এবারের মেলার প্রতিপাদ্য ‘উন্নয়নের জন্য গণতন্ত্র-শেখ হাসিনার মূলমন্ত্র’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বেলা তিনটায় তাঁর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে এই অনুষ্ঠানটির উদ্বোধন করবেন।’
রাজবাড়ী জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আজ ৯ই থেকে জানুয়ারী থেকে আগামী ১১ই জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিতব্য উন্নয়ন মেলা-২০১৭ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৮ই জানুয়ারী বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিনাত আরা।
এ সময় আরো বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মানোয়ার হোসেন মোল্লা, এনডিসি মোঃ আরিফুল হক মৃদুল ও জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা প্রশাসক জিনাত আরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম ও সফলতা অবহিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে ৯ই জানুয়ারী হতে ১১ই জানুয়ারী পর্যন্ত ৩দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। সরকার ঘোষিত ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ অর্জনে সরকারের উন্নয়ন কার্যক্রমের সাফল্যগাঁথা জনগণের সামনে তুলে ধরাই এই মেলার লক্ষ্য। উন্নয়ন মেলার থিম হচ্ছে “উন্নয়নের জন্য গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র”। তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলায় সকল সরকারী-বেসরকারী সংস্থার পক্ষ থেকে মেলায় লোকজনের সামনে তাদের নিজ নিজ সংস্থার সাফল্যগাঁথা তুলে ধরা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পূর্ণ চিন্তা চেতনা এবং সৃজনশীলতা দ্বারা উদ্ভাবিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে অন্যতম হলো ‘একটি বাড়ী একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, কমিউনিটি ক্লিনিক, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা সহায়তা, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রভৃতি। ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে তাঁর এ বিশেষ উদ্যোগসমূহ অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। খাদ্য, বাসস্থান, শিক্ষা ও উন্নত জীবনের স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনা এখন তাঁর স্বপ্ন বাস্তবায়নে দ্রুত এগিয়ে চলেছেন। সারাবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, জাতীয় সংসদ নির্বাচন, ডিজিটালাইজেশন, এমডিজির লক্ষ্যসমূহ অর্জন, জলবায়ুর প্রতিকূল প্রভাব মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে স্বীকৃতি ও পুরস্কারে ভূষিত করেছে। এখন মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, নারী সমাজের উন্নয়ন হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ বিনির্মাণে আগামী ২০২১ সালের মধ্যে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে দেশ এগিয়ে চলেছে। সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলাও উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে নেই।
পদ্মা, যমুনার সংযোগস্থলে অবস্থিত রাজবাড়ী জেলার মাটি ও মানুষ কৃষি, শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ। এলাকার মানুষ শান্তিপ্রিয়, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে শান্তিপূর্ণ সহ-অবস্থান করছে। এ জেলার সকল বিভাগের কর্মকর্তাগণ পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে জেলা প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করে যাচ্ছেন। তিন দিনব্যাপী এই উন্নয়ন মেলায় জেলার সকল সরকারী-বেসরকারী সংস্থার উন্নয়ন কার্যক্রমের বিশদ তথ্য তুলে ধরা হবে। তিন দিনব্যাপী মেলায় থাকবে উন্নয়ন কার্যক্রমের প্রদর্শনী, আলোচনা সভা।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে। তিনি মেলার তথ্যাদি প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্ব সহকারে প্রচারের ব্যবস্থা করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, আজ ৯ই জানুয়ারী বিকেল ৩টায় মেলার উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ২য় দিন ১০ই জানুয়ারী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৩য় দিন মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলা সমাপ্ত হবে। এছাড়াও আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে উন্নয়ন তথ্য সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। মেলায় সরকারের সাফল্য বিশেষ করে প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ তুলে ধরা হবে। মেলার মিডিয়া পার্টনার দৈনিক মাতৃকন্ঠ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!