মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল ৮ই জানুয়ারী সকাল ১০টায় জেলা প্রশাসক জিনাত আরা’র সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির প্রধান উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আজাদ রহমান, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, এনএসআই’র উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী ও জেলা জাসদের(ইনু) সভাপতি আহমেদ নিজাম মন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোহাম্মদ ফেরদৌস, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিম মিনাসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তগণ ও কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় কমিটির প্রধান উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী তার বক্তব্যে বলেন, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রতিনিয়ত একই বিষয় নিয়ে আলোচনা করা হলেও পরবর্তীতে বিষয়গুলো আইন-শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট বিভাগ কতটুকু কার্যকর করছে সে বিষয়ে কোন ফলোআপ তথ্য পাওয়া যায় না। আমি ভবিষ্যতে আশা করব জেলার যে কোন আইন-শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট বিষয় সভায় আলোচনা হলে সে বিষয়ে আইন-শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট বিভাগগুলো কতটুকু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সে বিষয়ে ফলোআপ করা হবে। রাজবাড়ীর বিভিন্ন নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি খুব সেনসেটিভ একটি বিষয়। বালু উত্তোলন করে নদীর পাশে পাহাড় সমান উঁচু স্তুপ করার কারণে রাজবাড়ী শহর রক্ষা বাঁধের কিছু অংশ সিসি ব্লকসহ ধসে পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে বালু উত্তোলনের বিষয়সহ স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে আরো একটি বিশেষ মিটিং করার মাধ্যমে বালু উত্তোলন বন্ধের ব্যাপারে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে। বরাটের মূর্তি ভাঙ্গার বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এই অপকর্মের সাথে কাদের সংশ্লিষ্টতা রয়েছে সে বিষয়টিকে সভায় পরিস্কার কারার জন্য তিনি তদন্তকারী বিভাগকে আহবান জানান। এছাড়াও বানীবহ বাজারের কিছু দোকান ভেঙ্গে ফেলার সাথে কারা জড়িত, কাদের স্বার্থে এই দোকান ভাঙ্গা হয়েছে সে বিষয়ে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সভাপতিকে নির্দেশ প্রদান করেন।
এছাড়াও সভায় এনএসআই’র উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান শহরে কোন সময় না মেনে অহরহ মাইকের মাধ্যমে ব্যাপক শব্দ দূষন হচ্ছে বলে জানান। একই বিষয়ে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী পদক্ষেপ নেওয়ার আহবান জানালে সভায় বিশেষ কারণ ছাড়া দুপুর ২টা থেকে রাত ৮টা ছাড়া অন্য সময়ে মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়।
এছাড়াও সভায় রেজুলেশন অনুযায়ী মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও সন্ত্রাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!