শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দে ৫দিনের কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শুরু

  • আপডেট সময় রবিবার, ১৩ মে, ২০১৮

॥বিশেষ প্রতিবেদক॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাকে শতভাগ স্কাউটস-এর আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে গোয়ালন্দে গতকাল শনিবার থেকে আগামী ১৫ই মে পর্যন্ত ৫দিন ব্যাপী ৬০৩তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শুরু হয়েছে।
বাংলাদেশ স্কাউটস গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে এই প্রথম গোয়ালন্দ উপজেলায় এ ধরনের প্রশিক্ষনের ব্যবস্থা করা করা হয়। গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে গত শুক্রবার বিকেলে ৫দিনের কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিন।
গতকাল শনিবার বেসিক কোর্স পর্যবেক্ষন ও স্কাউটস এর গোয়ালন্দ উপজেলার আওতাধীন জমি পরিদর্শনে আসে স্কাউটসের সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারকরা। দুপুরে গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষন সরেজমিন পরিদর্শনে আসেন বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিশনার(ভূ-সম্পত্তি) ও বাংলাদেশ সরকারের সচিব(পিআরএল) মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার।
বাংলাদেশ স্কাউটস ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক লিয়াকত হোসেনের সঞ্চালনায় এ সময় তার সাথে সফর সঙ্গী হিসেবে সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার(উন্নয়ন) মোঃ মেসবাহ উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার(প্রকল্প), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোহসীন, বাংলাদেশ স্কাউটস এর উপ-কমিশনার(ভূ-সম্পত্তি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রন) যুগ্ম-সচিব মোঃ মোশাররফ হোসাইন, বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক(আইন ও এস্টেট) মনজুরুল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কাউটস সম্পাদক জেলা সৈয়দ সিদ্দিকুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস এর সভাপতি মোঃ আবু নাসার উদ্দিন, সহকারী কমিশনার(ভূমি) শেখ মোঃ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক আরিফা বেগম প্রমূখ।
এ সময় আমন্ত্রিত অতিথিগণ প্রশিক্ষানার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার আগামী ২০২১ সালের মধ্যে দেশে ২১ লাখ স্কাউটার তৈরীর লক্ষ্যমাত্রা মাথায় রেখে কাজ করে যাচ্ছেন। বর্তমানে দেশে প্রায় ১৭ লাখ স্কাউটস সদস্য রয়েছেন। একজন দক্ষ স্কাউটস এর সদস্য তৈরী হতে তার প্রশিক্ষণের বিকল্প নেই। তাই একজন দক্ষ এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে আপনাদের কাব লিডার হিসেবে প্রশিক্ষন নিয়ে নিজ নিজ বিদ্যালয়ে একটি করে টিম লিডার হিসেবে কাজ করবেন। গোয়ালন্দ উপজেলাকে শতভাগ স্কাউটস-এর আওতায় আনতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসনসহ প্রশিক্ষানার্থীদের ধন্যবাদ জানান।
পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলা ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষানার্থী উপস্থিত রয়েছেন। তাদের ৬সদস্যের একটি দল প্রশিক্ষণ প্রদান করছেন। প্রশিক্ষণ দলের প্রধান রয়েছেন বাংলাদেশ স্কাউটস এর এলটি ও নারায়নগঞ্জের রুপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ সামসুর রহমান। তার সাথে রয়েছেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ৫৫নং কালীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউটস-এর এলটি সৈয়দ লুৎফে আয়েশা, কেরানীগঞ্জ পাড়গেন্ডারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কাউটস-এর এএলটি ফরিদা ইয়াসমিন, কেরানীগঞ্জ দোলেশ^র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, স্কাউটার কামরুন নাহার ববি, গোয়ালন্দ উপজেলার বালিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কাউটার অশোক কুমার চক্রবর্তী, শাহাজদ্দিন মন্ডল ইনষ্টিটিউটের সহকারী শিক্ষক ও স্কাউটার মোঃ মোতালেব হোসেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!