॥গোয়ালন্দ প্রতিনিধি॥ নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়ায় আরো ঘাট বাড়ানোর পাশাপাশি ফেরীর সংখ্যা বাড়ানো হবে। আসন্ন ঈদের আগেই যাতে এই রুটে পর্যাপ্ত ফেরী থাকে এজন্য আগে ভাগেই ঘাট পরিদর্শনে আসা। এই মাসেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আরো দুটি ফেরী বাড়ানো হবে। এছাড়া যাত্রীসেবা নিশ্চিত করতে মানিকগঞ্জের আরিচা ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার রাখালগাছির মধ্যে ফেরী সার্ভিস চালু করা হবে। ইতিমধ্যে এ সংক্রান্ত প্রক্রিয়াগত অন্যান্য কাজ শুরু করা হয়েছে।
গতকাল ১০ই মে বিকেল সাড়ে ৫টার দিকে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান কুষ্টিয়া থেকে সড়ক পথে ঢাকা যাওয়ার সময় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে যাত্রা বিরতিকালে তিনি এসব কথা বলেন।
নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান,এমপি আরো বলেন, দৌলতদিয়ায় ৬টি ঘাটের মধ্যে চারটি ঘাটের পন্টুন থাকলেও বাকি দুটিতে পল্টুন না থাকায় কোন ফেরী ভিড়তে পারেনা। এজন্য তিনি বিআইডব্লিউটিএ দুটি ঘাটের পল্টুন দেওয়ার নির্দেশ প্রদান করে বলেন, আসন্ন ঈদের আগেই দৌলতদিয়ায় ৬টি ঘাট চালু থাকে। তিনি বলেন, অনেকের ধারণা পদ্মা সেতু হলে ফেরীর প্রয়োজন পড়বেনা, কথাটা ঠিক না। কারণ পদ্মা সেতু হলেও ফেরী লাগবে।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিন, বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ নিজামদ্দিন খান, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।