Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা স্কাউটের কার্যক্রমে স্থবিরতায় জেলা প্রশাসকের অসন্তোষ

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১০ই মে সকাল সাড়ে ১০টায় জেলা স্কাউট কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্কাউটের সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা স্কাউটের সম্পাদক ও জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ স্কাউট ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মোঃ লিয়াকত হোসেন, জেলা স্কাউট লিডার অখিল কুমার কুন্ডু, কোর্স লিডার সুনীল চন্দ্র সাহাসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বর্তমানে রাজবাড়ী জেলায় স্কাউটের কার্যক্রমে স্থবিরতার পরিবেশ বিরাজ করছে। এর প্রধান কারণ আমরা যারা স্কাউট নিয়ে কাজ করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি না। অথচ আমরা সকলেই জানি ছাত্র জীবনে স্কাউটিং এমন একটি বিষয় যা একজন শিক্ষার্থীকে ছোটবেলা থেকে আর্তমানবতার সেবায় কিভাবে কাজ করতে হয় সেই শিক্ষা দেয়। আমাদের স্কাউটের সাথে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটের সাথে সংশ্লিষ্টদের নিয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ কতে হবে। যাতে তাদের মধ্যে স্কাউট বিষয়ে কর্মতৎপরতা বৃদ্ধি পায়। তিনি নিয়মিত স্কাউটের জেলা কমিটির সভা না হওয়া, কার্যক্রমে স্থবিরতা ও ধীরগতি, স্কাউটের বকেয়া ফি আদায় না হওয়ার জন্য অসন্তোষ প্রকাশ করেন।
এজন্য তিনি জেলা স্কাউটের সম্পাদককে নিয়মিত সভা অনুষ্ঠানে তৎপর হওয়া, কাব ক্যাম্পুরী আয়োজন, বকেয়া ফি আদায়সহ বিবিধ বিষয়ে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও সভায় জেলা স্কাউটের কার্যক্রমকে আরো কিভাবে বেগবান করা যায় সে সকল বিষয় নিয়ে আলোচনা করাসহ আগামী অক্টোবর মাসের প্রথম দিকে জেলায় কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।