সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা স্কাউটের কার্যক্রমে স্থবিরতায় জেলা প্রশাসকের অসন্তোষ

  • আপডেট সময় শুক্রবার, ১১ মে, ২০১৮

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১০ই মে সকাল সাড়ে ১০টায় জেলা স্কাউট কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্কাউটের সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা স্কাউটের সম্পাদক ও জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ স্কাউট ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মোঃ লিয়াকত হোসেন, জেলা স্কাউট লিডার অখিল কুমার কুন্ডু, কোর্স লিডার সুনীল চন্দ্র সাহাসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বর্তমানে রাজবাড়ী জেলায় স্কাউটের কার্যক্রমে স্থবিরতার পরিবেশ বিরাজ করছে। এর প্রধান কারণ আমরা যারা স্কাউট নিয়ে কাজ করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি না। অথচ আমরা সকলেই জানি ছাত্র জীবনে স্কাউটিং এমন একটি বিষয় যা একজন শিক্ষার্থীকে ছোটবেলা থেকে আর্তমানবতার সেবায় কিভাবে কাজ করতে হয় সেই শিক্ষা দেয়। আমাদের স্কাউটের সাথে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটের সাথে সংশ্লিষ্টদের নিয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ কতে হবে। যাতে তাদের মধ্যে স্কাউট বিষয়ে কর্মতৎপরতা বৃদ্ধি পায়। তিনি নিয়মিত স্কাউটের জেলা কমিটির সভা না হওয়া, কার্যক্রমে স্থবিরতা ও ধীরগতি, স্কাউটের বকেয়া ফি আদায় না হওয়ার জন্য অসন্তোষ প্রকাশ করেন।
এজন্য তিনি জেলা স্কাউটের সম্পাদককে নিয়মিত সভা অনুষ্ঠানে তৎপর হওয়া, কাব ক্যাম্পুরী আয়োজন, বকেয়া ফি আদায়সহ বিবিধ বিষয়ে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও সভায় জেলা স্কাউটের কার্যক্রমকে আরো কিভাবে বেগবান করা যায় সে সকল বিষয় নিয়ে আলোচনা করাসহ আগামী অক্টোবর মাসের প্রথম দিকে জেলায় কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!