শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত স্কাউটিং ফি কি হয় জানতে চাইলেন জেলা প্রশাসক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ বাংলাদেশ স্কাউট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ৯ই মে বেলা সাড়ে ১১টায় ৬২৪ ও ৬২৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন সরকারী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জেলা স্কাউটের সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
জেলা স্কাউটের সাধারণ সম্পাদক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা স্কাউট লিডার অখিল কুমার কুন্ডু।
এ সময় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেন, স্কাউটের ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মোঃ লিয়াকত হোসেন ও কোর্স লিডার সুনীল চন্দ্র সাহা সহ কোর্সে অংশগ্রহণকারী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষকগণ ও জেলা স্কাউটের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা স্কাউটের সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, স্কাউটের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যারা স্কাউটের সাথে জড়িত হয়েছেন তারা সকলেই ব্যক্তি স্বার্থের উর্দ্ধে উঠে মানবতার কল্যাণে স্কাউটের সাথে সম্পৃক্ত হয়েছেন। আজকে যে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ স্কাউটের প্রশিক্ষণ গ্রহণ করছেন তারা স্কাউটিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষিত হয়ে বিষয়গুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে হয়ে তাদের প্রতিষ্ঠানের স্কাউটের সাথে সম্পৃক্ত সকল সদস্যের মাঝে তুলে ধরবেন। যাতে অন্যরাও মানবতার কল্যাণে বিশেষ করে দেশের তাৎক্ষণিক কোন দুর্যোগকালীন সময়ে সরকারের পাশাপাশি তারাও কাজ করতে পারে। প্রকৃত অর্থে শুধু লেখাপড়ায় ভালো হলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠে না। একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে তাকে অবশ্যই পড়াশোনার পাশাপাশি স্কাউটিং, লেখাধুলা, বিজ্ঞান চর্চা, মানবতার কল্যাণে কাজ করাসহ বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে একজন প্রকৃত মানুষের পরিপূর্ণতা অর্জন করতে হয়। আমি আশা করব রাজবাড়ী জেলার সকল স্কাউট সদস্যগণ এ বিষটির দিকে খেয়াল রেখে নিজেদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবেন।
তিনি আরো বলেন, রাজবাড়ীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে বছরের প্রথমে যে বাৎসরিক ফি নেওয়া হয় তার মধ্যে স্কাউটের জন্যও বাৎসরিক ফি নেওয়া হয়। কিন্তু পরিতাপের বিষয় রাজবাড়ী জেলা স্কাউটের সদস্যগণ যখন কোন প্রোগ্রাম করে বা কোথাও স্কাউট ট্রেনিংয়ে যায় তখন তাদের কোন ফান্ড থাকে না। তাদের যাবতীয় খরচ জেলা প্রশাসককে করতে হয়। তাহলে বছরে শুরুতে স্কাউটের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে যে অর্থ নেওয়া হয় সেই ফান্ডের অর্থ কি হয়। বিষয়টি খুবই দুঃখজনক। এই বিষয়ে আমাদের অবশ্যই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রদত্ত স্কাউটের ফির অর্থ স্কাউট ফান্ডে জমা হওয়া উচিত। যাতে স্কাউটের কোন প্রোগ্রামে বা বাইরে ট্রেনিং করতে যাওয়ার সময় ফান্ডের সমস্যা না হয়। জেলা প্রশাসন ও জেলা স্কাউট সম্মিলিতভাবে কোন প্রোগ্রাম সুন্দরভাবে করতে পারে।
তিনি সকল শিক্ষার্থীকে স্কাউটের সাথে সম্পৃক্ত হয়ে দেশের জন্য মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান। বক্তব্যের শেষে তিনি ওরিয়েন্টেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য, বক্তব্যের শেষে জেলা প্রশাসক মোঃ শওকত আলী স্কাউটিং ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউট থেকে প্রদত্ত উড ব্যাচ পাচপেন্ড পাংশা উপজেলার বাগদুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেনকে পরিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!