॥স্টাফ রিপোর্টার॥ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল ৮ই মে সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশিক হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান।
জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল। আরও বক্তব্য রাখেন জেলা সনাকের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস।
বক্তাগণ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণাঢ্য জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন। আলোচনা সভার শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।