সোমবার, ১৩ মে ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দিতে স্কুল ও ব্রীজ উদ্বোধন করলেন সংসদ সদস্য জিল্লুল হাকিম

  • আপডেট সময় সোমবার, ৭ মে, ২০১৮

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ৬ই মে দুপুরে প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলায় ২টি স্কুল ভবন ও নবনির্মিত ব্রীজের উদ্বোধন করেন।
প্রথমে তিনি বহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুমানা কবিরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বিশ^াস, উপজেলা প্রকৌশলী সজল দত্ত, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন আলী।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চক্রবর্তী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক বিপ্লব পাল।
এরপর রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম প্রধান অতিথি হিসেবে নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও বহরপুর ইউনিয়নের চন্দনা নদীর উপর গার্ডার ব্রীজের উদ্বোধন করেন।
বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠান স্টারলাইট সার্ভিসেস ২ কোটি ৫লক্ষ ৭১হাজার টাকায় ২৪৫০ মিটার চেইনেজের ৩০ মিটার আরসিসি গার্ডার ব্রীজটি নির্মাণ কাজ সম্পাদন করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!