Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে যাত্রা বিরতিকালে শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাইকেলে দেশ ভ্রমণ করছে ঠাকুরগাঁওয়ের আহসান

॥মাহ্ফুজুর রহমান॥ সাইকেল চালিয়ে দেশ ভ্রমণে বের হয়েছেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার যুবক আহসান হাবিব।
২৬তম জেলা হিসেবে সে গতকাল ৫ই এপ্রিল রাজবাড়ী জেলা শহর ভ্রমণের পর দুপুরে গোয়ালন্দে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে। যাত্রাবিরতিকালে সে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে সে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর বক্তব্য তার ডাইরীবন্দী করে। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী তার সাইকেলে দেশ ভ্রমণকে সাধুবাদ জানান।
আহসান হাবিব জানায়, সে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা এলাকার আইনুল হকের ছেলে। তার কোন একাডেমিক সনদপত্র নেই। দেশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা, জানা ও জ্ঞান অর্জনের জন্য সে সাইকেলে দেশ ভ্রমণের এই উদ্যোগ নিয়েছে। তার সাইকেলের পেছনে ছোট সাইনবোর্ডে দেশের উন্নয়ন করি শিরোনামে লিখে রেখেছে ‘দেশী পণ্য বেশী বেশী করি ব্যবহার, এ দেশ তোমার আমার, দেশের অর্থ সঠিক কাজে করি ব্যবহার, এ দেশ তোমার আমার। হই স্বাস্থ্য সচেতন, পরিষ্কার-পরিচ্ছন্নতায় করি জীবনযাপন, সুন্দর হোক সবার মন’।