॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ৭ই জানুয়ারী বিকেলে ধুনচী নিকবার মল্লিকের বাড়ীর উঠানে শীতার্তদের মাঝে প্রায় অর্ধ শতাধিক কম্বল বিতরণ করেছেন।
এ সময় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আজগর আলী বিশ্বাস, রাজবাড়ী ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি ওয়াজিউল্লাহ মন্টু, সদস্য আবু দাইয়ান জাহাঙ্গীর ও রাজবাড়ী রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মোঃ আকবাম হোসেন উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, প্রচন্ড শীতে অসহায় শীতার্ত মানুষের কথা চিন্তা করেই তিনি ব্যক্তিগত তহবিল থেকে এই উদ্যোগ নিয়েছেন।