Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে সরকারী ছুটির দিনেও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ২রা মে শবেবরাতের সরকারী ছুটির দিনেও কর্মব্যস্ত সময় অতিক্রম করেন।
তিনি গতকাল শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলায় ২০১৭-২০১৮ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিটা) কর্মসূচীর দৌলতদিয়া ইউনিয়নের ৩টি, দেবগ্রাম ইউনিয়নের ৩টি, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টিআর) কর্মসূচীর আওতায় দৌলতদিয়া ইউনিয়নের ২টি, দেবগ্রাম ইউনিয়নের ১টি এবং অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর উজানচর ইউনিয়নের ১টি, দেবগ্রাম ইউনিয়নের ১টি প্রকল্পের বাস্তবায়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দীন গোয়ালন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, গোয়ালন্দ, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসক বিকেল ৪টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় দৌলতদিয়া ফেরী ঘাটের ফেরী পারাপার কার্যক্রমে সরেজমিনে তদারকি করেন।
এরপর তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাঈদ মন্ডল সাথে উন্নয়ন প্রকল্পের কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে তিনি উপজেলা কমপ্লেক্স চত্বরে স্থাপিত সোলার স্ট্রীট প্যানেল এবং গোয়ালন্দ উপজেলায় মডেল মসজিদের নির্মাণের জন্য উপজেলা পরিষদ কমপ্লেক্সে ইউএনওর বাসভবনের পিছনে ও পানি উন্নয়ন বোর্ডের অব্যবহৃত জমি সরেজমিনে পরিদর্শন করে সন্ধ্যায় রাজবাড়ীর উদ্দেশ্যে গোয়ালন্দ ত্যাগ করেন।