॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপি’র কাচারীপাড়া হাইস্কুল এন্ড কলেজে আগামী ২০-২১শে জানুয়ারী দুইদিন ব্যাপী ৫০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে।
গতকাল ৭ই জানুয়ারী কাচারীপাড়া হাইস্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে কাচারীপাড়া হাইস্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তি উৎসব উদযাপনের এ ঘোষণা দেওয়া হয়।
জানাযায়, শনিবার বেলা ১১টার দিকে কাচারীপাড়া হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে কাচারীপাড়া হাইস্কুল এন্ড কলেজ জিবি’র সভাপতি ও পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সীর সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে কাচারীপাড়া হাইস্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম, রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান আলী, হাবাসপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও শাহমীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাচারীপাড়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বীর মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেন প্রতিবন্ধী স্কুলের পরিচালক নুরুন্নবী মুন্সী।
অভিভাবক সমাবেশে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা চালানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। নেতৃবৃন্দ কাচারীপাড়া হাইস্কুল এন্ড কলেজ এবং বীর মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেন প্রতিবন্ধী স্কুলের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সমাবেশে মায়েরাসহ তিন শতাধিক অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।