Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফুটপাত দখল করে পালকি হোটেলের কাবাব ঘর॥অগ্নিকান্ড এলাকায় আতঙ্ক

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের পান্না চত্বরের মোস্তফা প্লাজার সামনে ফুটপাত অবৈধভাবে দখল ঝুকিপূর্ণ পরিবেশে পালকি চাইনিজ রেস্টুরেন্টের গ্রীল-কাবাব ও নান রুটি তৈরীকালে গতকাল ২৫শে এপ্রিল রাত পৌনে ৮টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানাগেছে, শহরের পান্না চত্বরে পৌরসভার প্রধান সড়কের ফুটপাতের উপর অবৈধভাবে স্থাপিত গ্রীল-কাবাব ও নান রুটি তৈরীর ঘরে থাকা এলপি গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে বিস্ফোরণ আতংকে ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ সময় গ্যাস সিলিন্ডার সড়াতে গিয়ে এক কর্মচারীর হাত কিছুটা পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় খুব বেশী ক্ষয়ক্ষতি ও বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, পালকি চাইনিজ রেস্টুরেন্টের সামনে ফুটপাত জুড়ে ওই কাবাব ঘরটি অবৈধভাবে নির্মাণ করে সেখানে এলপি গ্যাস সিলিন্ডার দিয়ে ঝুঁকিপূর্ণভাবে গ্রীল কাবাব ও নান রুটি তৈরী করা হচ্ছিল।
এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য পান্না চত্বর এলাকার ব্যবসায়ীসহ সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।