॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের পান্না চত্বরের মোস্তফা প্লাজার সামনে ফুটপাত অবৈধভাবে দখল ঝুকিপূর্ণ পরিবেশে পালকি চাইনিজ রেস্টুরেন্টের গ্রীল-কাবাব ও নান রুটি তৈরীকালে গতকাল ২৫শে এপ্রিল রাত পৌনে ৮টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানাগেছে, শহরের পান্না চত্বরে পৌরসভার প্রধান সড়কের ফুটপাতের উপর অবৈধভাবে স্থাপিত গ্রীল-কাবাব ও নান রুটি তৈরীর ঘরে থাকা এলপি গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে বিস্ফোরণ আতংকে ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ সময় গ্যাস সিলিন্ডার সড়াতে গিয়ে এক কর্মচারীর হাত কিছুটা পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় খুব বেশী ক্ষয়ক্ষতি ও বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, পালকি চাইনিজ রেস্টুরেন্টের সামনে ফুটপাত জুড়ে ওই কাবাব ঘরটি অবৈধভাবে নির্মাণ করে সেখানে এলপি গ্যাস সিলিন্ডার দিয়ে ঝুঁকিপূর্ণভাবে গ্রীল কাবাব ও নান রুটি তৈরী করা হচ্ছিল।
এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য পান্না চত্বর এলাকার ব্যবসায়ীসহ সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।