॥গোলাম কুদ্দুস মুক্তা॥ গত ১৮ই এপ্রিল রাতে ও গতকাল ১৯শে এপ্রিল দুপুরে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের পৃথক ২টি অভিযানে ৬৩ বোতল ফেনসিডিল ও ২০৫ গ্রাম গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ কুষ্টিয়া সদর থানার মোল্লাতেঘুরীয়া হাজীপাড়া গ্রামের আজিজুল হক আজিম প্রামানিকের ছেলে আসাদুল ইসলাম আসাদ(৪৭) এবং খোকসা থানার গোসাইডাঙ্গী গ্রামের মৃত আব্দুল মতিন সরদারের ছেলে মোয়াজ্জেম হোসেন সরদার(৪৩) ও মৃত রহমান খন্দকারের ছেলে আতারুল খন্দকার(৩৮)।
তাদের মধ্যে আসাদুল ইসলাম আসাদকে গতকাল ১৯শে এপ্রিল দুপুর ১২টার দিকে মোল্লাতেঘুরীয়া হাজীপাড়া গ্রাম থেকে ৬৩ বোতল ফেনসিডিল, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল, ১টি মোবাইল ফোন, ৮টি সিম ও মাদক বিক্রিত ২ লক্ষ ২ হাজার ৫১৮ টাকাসহ এবং মোয়াজ্জেম হোসেন সরদার ও আতারুল খন্দকারকে ১৮ই এপ্রিল রাত পৌনে ৯টার দিকে খোকসার সমসপুর বাজার থেকে ২০৫ গ্রাম গাঁজা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ৯৬১ টাকাসহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে কুষ্টিয়া সদর ও খোকসা থানায় হস্তান্তরপূর্বক র্যাব বাদী হয়ে পৃথক ২টি মামলা দায়ের করেছে।