॥রফিকুল ইসলাম॥ আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি)’র এক সভা গতকাল ১০ই এপ্রিল সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, বিআরটিএ’র রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জিঃ) এস.এম মাহফুজুর রহমান, মোটরযান পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান, সাংগঠনিক সম্পাদক রবীন কর্মকার গোবিন্দ, সদস্য শাওন মোঃ কহিনূর, চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুস ছালাম, সওজ’র উপ-সহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন, টিএসসি’র অধ্যক্ষ প্রকৌঃ নূর উদ্দিন আহম্মদ, রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক সালাম মন্ডল, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রভাষক নাজির হোসেন, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন শাখা সৈয়দ নাজমুল হুদা, ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি দিদারুল হক, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ অংশগ্রহণ করেন।
সভায় গাড়ীর সৌন্দর্য্য বৃদ্ধিকরণ, ফিটনেস সার্টিফিকেট থাকা ও একাধিক জায়গা থেকে শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা আদায় বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।