শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জাতীয় মহিলা সংস্থার রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান পদে পুনঃ নিয়োগ পেলেন কংকন

  • আপডেট সময় বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ পুনরায় জাতীয় মহিলা সংস্থার রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন তানিয়া সুলতানা কংকন। গতকাল ১০ই এপ্রিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জামস শাখার সিনিয়র সহকারী সচিব রনি চাকমা কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেয়া হয়েছে।
একই সাথে জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার সদস্য হিসেবে আরো ৪জনকে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন ঃ শারমিন সুলতানা ডলি, হাজেরা হাকিম, নাসিমা হালিম ও জেরীন খন্দকার খুশবু।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ এর সংশ্লিষ্ট ধারা ও উপধারা মোতাবেক জেলা প্রশাসক, রাজবাড়ী’র সুপারিশের ভিত্তিতে তাদেরকে মনোনীত করা হলো। তারা মনোনয়নের তারিখ হতে ২বছরের মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকবেন। তবে সরকার তাদের মেয়াদ পূর্তির পূর্বেই কোন কারণ দর্শানো ব্যতিরেকে অপসারণ এবং তারাও যে কোন সময় স্বীয় পদ থেকে পদত্যাগ করতে পারবেন।
প্রজ্ঞাপনে একই সাথে গত ১২/০৩/২০১৮ইং তারিখের আদেশটি(যাতে চেয়ারম্যানের দায়িত্ব থেকে তানিয়া সুলতানা কংকনকে অব্যাহতি দেয়া হয়েছিল) বাতিল করা হলো মর্মে উল্লেখ করা হয়েছে। ওই আদেশে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত রাজবাড়ীর জেলা প্রশাসককে জেলা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করতঃ জরুরী ভিত্তিতে জেলার নতুন কমিটি গঠনের প্রস্তাব প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, তানিয়া সুলতানা কংকন রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টুর স্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর পুত্রবধূ।
এদিকে তানিয়া সুলতানা কংকন ফের জাতীয় মহিলা সংস্থার রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর তার স্বামী গোলাম মোস্তফা চৌধুরী রন্টু ফেসবুকে দেয়া স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি উল্লেখ করেছেন, আমি রাজবাড়ী-১ আসনের সাবেক সাংসদ বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মরহুম এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর ছোট সন্তান। রাজবাড়ীবাসী আপনারা জানেন আমার পিতা একজন সৎ, দুর্নীতি বিরোধী, নীতিবান আদর্শের মানুষ ছিলেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। কখনো মানুষের উপর জুলম অত্যাচার করেন নাই। সব সময়ে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। আমি তার সন্তান হিসাবে আমার বাবার আদর্শকে আমার জীবনে ধারণ করেছি। আজ তার সন্তান হিসাবে আমি ও আমার স্ত্রী এক অশুভ শক্তির দ্বারা নির্যাতিত। আজ আমার পিতার মান-সম্মান হেয় করার জন্য ঐ অশুভ শক্তি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তিনি আরো উল্লেখ করেছেন, এই অশুভ শক্তটি দীর্ঘদিন যাবৎ আমার পিতার নাম ব্যবহার করে উচ্চ পর্যায়ে উঠে এসেছে তারপরও তারা মীরজাফরের মতো ব্যবহার করছে আমাদের সাথে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!