॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি কর্তৃক গত ৯ই এপ্রিল সন্ধ্যায় ইউনিয়নের রেলগেটস্থ কার্যালয়ে নবনির্বাচিত কর্মকর্তাগণ ও সাব-কন্ট্রাক্টরদের সাথে জরুরী সভা আহ্বান করা হয়।
সভায় ইউনিয়নের সাধারণ সভা, জমাকৃত কার্ড বিতরণ ও নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচিতি সভা প্রসঙ্গে আলোচ্যসূচীতে নির্ধারিত ছিল। কিন্তু সভা শুরুর পূর্বেই বেশকিছু সাধারণ শ্রমিক সদস্য কার্ডের দাবীতে হট্টগোল শুরু করে।
এ সময় নবনির্বাচিত দপ্তর সম্পাদক কামাল শ্রমিকদের কটু কথা বললে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। একপর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুদ্ধ শ্রমিকদের দাবী, এ ধরনের সভা আহ্বানের ক্ষমতা আহ্বায়ক কমিটির নেই। এছাড়াও তারা অবৈধভাবে শ্রমিকদের কার্ড আটকে রাখতে পারে না। উপরন্তু নবনির্বাচিত কয়েকজন নেতা শ্রমিকদের সাথে দুর্ব্যবহার ও কটুক্তি করে। এ জন্য তারা ক্ষুদ্ধ হন।