পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র অর্থায়নে এবং রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন(আরডিএ)’র সহযোগিতায় এনজিও কেকেএসের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচী কর্তৃক জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ২দিনব্যাপী ‘কেকেএস আন্তঃ স্কুল বিতর্ক উৎসব-২০১৮ গতকাল ৩রা এপ্রিল সমাপ্ত হয়েছে।
বিকালে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান।
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ)’র সভাপতি মেজবাহ-উল-করিম রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেকেএসের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর সংগঠক ফয়েজুল হক কল্লোল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিতুজ্জামান বেলাল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আকরাম হোসেন প্রমুখ। বক্তব্যের শেষে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২ দিনব্যাপী এই বিতর্ক উৎসবে রাজবাড়ী ও বালিয়াকান্দির ৭টি স্কুলের ১৬টি দল অংশগ্রহণ করে। তাদের মধ্যে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়েরই ২টি দল চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় আমিমুল এহসান এবং সেরা উদীয়মান বক্তা নির্বাচিত হয় কাইয়ুম বিশ্বাস -প্রেস বিজ্ঞপ্তি।