॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে গতকাল ২রা এপ্রিল বিকেলে ভূমি সেবা সপ্তাহ-২০১৮ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়, বিকেল ৩টায় এসিল্যান্ড অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ও বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মনিরুজ্জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন এসিল্যান্ড ফয়সাল হক।
আলোচনা সভায় প্রধান অতিথি পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস বলেন, সমাজে ভূমির মালিকানা নিয়ে মানুষের মাঝে প্রায়ই গোলযোগের ঘটনা ঘটে থাকে। ভূমির মালিকানার কাগজপত্র সম্পর্কে সঠিক ধারণা না থাকায় নিজেরা বিভ্রান্তিতে পড়েন এবং পরস্পরের মাঝে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ কখনও কখনও আদালত পর্যন্ত গড়ায়। বর্তমানে ভূমি অফিসের সেবার বিষয়াদী নিয়ে সিটিজেন চার্টারসহ নানাবিধ প্রচার-প্রচারণার ফলে একদিকে যেমন ভূমি অফিস দালালমুক্ত হয়েছে তেমনি সাধারণ মানুষ স্বচ্ছতার সাথে সেবা পাচ্ছে। এরফলে ভূমি অফিস নিয়ে মানুষের পূর্বেকার ধারণা পাল্টে গেছে।
অনুষ্ঠানের সভাপতি পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ভূমি উন্নয়ন কর আদায়ের পাশাপাশি তৃণমূল পর্যায়ে ভূমিসেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে র্যালী বের করা হয়।