॥মাহ্ফুজুর রহমান॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দেশে বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়নের ধারা ব্যাঘাত ঘটবে। উন্নয়নের ধারা ধরে রাখতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করে তাঁর হাতকে আরো শক্তিশালী করতে হবে।
তিনি আরো বলেন, রাজবাড়ী জেলার খানখানাপুর ইউনিয়ন মাদক মুক্ত করতে হবে। আমরা জেলার প্রথম একটি ইউনিয়ন মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করতে চাই। আমাদের একত্র হয়ে, যারা মাদক সেবন ও মাদক দ্রব্য বিক্রয় করে তাদেরকে ধরিয়ে দিতে হবে। এ জন্য যা সহযোগিতা লাগবে আমি করবো।
গতকাল ৩০শে মার্চ রাত ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার “আমরা গর্বিত খানখানাপুরবাসী” আয়োজনে খানখানাপুর সুরাজ মোহিনী ইনষ্টিটিউট(স্কুল এন্ড কলেজ) মাঠ প্রাঙ্গনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খানখানাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাজেদুল রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, প্রচার সম্পাদক এডঃ মোঃ শফিকুল ইসলাম সফি, যুুব ক্রীড়া সম্পাদক অরুপ দত্ত হলি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাওন মোঃ কহিনূর, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, খানখানাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম লাল, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ নাজির উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আমীর আলী মোল্লা, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাকারিয়া মাসুদ রাজিব, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এরশাদ প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন কেএম কাউসার, গাজী মুকুল, বজলুর রশিদ ও শাওন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কাজী ইরাদত আলী খানখানাপুর ইউনিয়নের ১১জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক তুলে দেন। এরপর কন্ঠশিল্পী ইমন খানসহ একাধিক শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে তুলেন।