বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আগামী ৬মাসের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী ——————-শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি

  • আপডেট সময় বুধবার, ২৮ মার্চ, ২০১৮

॥কাজী তানভীর মাহমুদ॥ আগামী ৬মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিবেন বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি।
গতকাল ২৭শে মার্চ সন্ধ্যায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ভোটভুক্ত সাংস্কৃতিক সংগঠনগুলোর দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষা প্রতিমন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে রাজবাড়ীর ২৫০ শয্যা হাসপাতালের কাজ হয়ে গেছে। যে সমস্যাগুলো আছে তা নির্বাচনের আগেই ইনশাল্লাহ সমাধান করবো। আগামী ৬মাসের মধ্যেই নতুন অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হবে। বড় বড় সমস্যার সমাধান করেছি, এই সকল সমস্যাও সমাধান করতে পারবো।
অনুষ্ঠানের শুরুতে বর্ণিল বরণ নৃত্যের মধ্য দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করে নেয়া হয়। এরপর একে একে ২২টি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি অসীম কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিনী রেবেকা সুলতানা সাজু, বড় বোন ড. নাইমা কাজী ও মহিলা পরিষদের নেত্রী এডঃ দেবাহুতি চক্রবর্তী প্রমুখ। অতিথিদের বক্তব্যের শেষে মনোমুগ্ধকর নাচ, গানসহ বিভিন্ন ক্যাটাগরির সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপনা করেন জেলা শিল্পকলা একাডেমীসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!