মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মহান স্বাধীনতা দিবসের শ্রদ্ধা জানাতে পায়ে হেঁটে রাজবাড়ীতে ২০ ভারতীয়

  • আপডেট সময় সোমবার, ২৬ মার্চ, ২০১৮

॥দেবাশীষ বিশ্বাস॥ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের ২০ সদস্যের একটি দল পায়ে হেঁটে এখন রাজবাড়ীতে।
কলেজের অধ্যক্ষ ড. সুবির কান্তি দত্তের নেতৃত্বে পদযাত্রী দলটি গতকাল ২৫শে মার্চ রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. একেএম আজাদুর রহমানসহ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাদেরকে অভ্যর্থনা জানানোসহ বরণ করে।
এরপর অনুষ্ঠানের মঞ্চে ড. একেএম আজাদুর রহমান বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে বন্ধু দেশ থেকে আসা দলটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে হৃদয়ের বন্ধন খুবই গভীর। কাঁটাতারের বেড়া দিয়ে দুই দেশের মানুষের সম্প্রীতিকে যে আটকে রাখা যায় না, আজকের পদযাত্রা তারই প্রমাণ।
ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ ড. সুবির কান্তি দত্ত বলেন, বাংলাদেশ-ভারত এপার বাংলা আর ওপার বাংলার দুু’টি দেশ মাত্র। উভয়ের ভাষা-সাহিত্য-সংস্কৃতি প্রায় অভিন্ন। বাংলাদেশের মানুষ আমাদের এই পদযাত্রায় যে আতিথিয়তা দেখিয়েছেন সেটা অবিস্মরণীয়। এ সময় রাজবাড়ী জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল হক এবং বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য এডঃ দেবাহুতি চক্রবর্তী ও বক্তব্য রাখেন।
অনুষ্ঠান চলাকালে উপস্থিত হন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী। তিনি ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং রাজবাড়ীতে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদানের জন্য অনুরোধ জানান।
জেলা প্রশাসক বলেন, আপনারা অনেক কষ্ট করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে এসেছেন। সে জন্য জেলা প্রশাসন আপনাদের প্রতি কৃতজ্ঞ। তিনি তাদেরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজবাড়ী জেলা ব্রান্ডিং লোগো সমৃদ্ধ শুভেচ্ছা উপহার প্রদান করেন।
ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ ড.সুবির কান্তি দত্তের নেতৃত্বে প্রতিনিধি দলটিতে রয়েছেন কলেজের ৮জন শিক্ষক এবং ১২জন ছাত্র-ছাত্রী। তারা হলেন-সুবিমল দেব, গোপাল মুখার্জী, দীপান্বিতা দত্ত, চৌধুরী নাঠি আহম্মেদ, শুভঙ্কর অধিকারী, শুভদ্বীপ মন্ডল, সৈকত গোস্বামী, শুভজিৎ মিত্র, হৃত্বিক চৌধুরী, দেবলীনা দাস, বিউটি ঘোষ, রিয়া দাস, তানিয়া ভৌমিক, তিশা মিত্র, বৃষ্টি বিশ্বাস, সুকেন মন্ডল, মানস কুমার সরকার, সুদীপ্তা শীল ও সিদ্ধার্থ মজুমদার।
গত ২৩শে মার্চ দলটি কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। সেদিন তারা পেট্রাপোল পৌঁছে রাত্রিযাপন করে। পরদিন ২৪শে মার্চ সকালে আবার রওনা দিয়ে বিকালে ঝিনাইদহে পৌঁছে। সেখানে রাত্রিযাপন শেষে গতকাল ২৫শে মার্চ সকালে রাজবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করে। প্রতিনিধি দলটির সবার গায়ে রয়েছে ভারতের জাতীয় পতাকা সম্বলিত আকাশী রঙের গেঞ্জি আর নেভি ব্লু রঙের ট্রাউজার।
দলটির সহায়ক সদস্য সুখেন মন্ডল বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের মৈত্রী আরো সুদৃঢ় করতেই তাদের এই কর্মসূচী। সন্ধ্যায় রাজবাড়ী রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এবং আজ ২৬শে মার্চ ঢাকায় পৌঁছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করবেন। এই পদযাত্রায় বাংলাদেশের মানুষের আতিথেয়তায় তারা মুগ্ধ হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!