॥শিহাবুর রহমান/রফিকুল ইসলাম॥ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের স্বীকৃতি অর্জনের ঐতিহাসিক সাফল্যে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ২২শে মার্চ বিকেলে শহরে বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে রেলগেটেস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, কারিগরী শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। দেশের প্রতিটি উপজেলায় পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নির্মাণ করা হবে। রাজবাড়ী সদর হাসপাতাল ২৫০ শয্যার বিশিষ্ট করা হবে। ইতিমধ্যেই ২৫০ শয্যার টেন্ডার করা হয়েছে। স্থায়ীভাবে নদী শাসনের কাজও খুব শীঘ্রই শুরু হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে। আর বিএনপি ক্ষমতায় থাকলে দেশে জঙ্গীবাদের উত্থান হয়, সন্ত্রাস-চাঁদাবাজীতে মানুষ অতিষ্ট হয়ে পড়ে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশ হতো উন্নয়নে জঙ্গীবাদ। উন্নয়নে মৌলবাদ। কিন্তু স্বাধীনতার স্বপক্ষের শক্তি আজ ক্ষমতায় থাকায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নত বিশে^র কাতারে দাড়িয়েছে। শেখ হাসিনার মতো সৎ মানুষ বিশে^ বিরল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় না থাকলে আমরা পিছিয়ে যাবো। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশের মানুষ এখন সুখে আছেন। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন খাদ্যে ঘাটতি ছিল। মানুষের মাথা থেকে খাদ্য কেড়ে নেয়া হতো। আমাদের সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে সার দিচ্ছে। কৃষকরা ন্যায্য
মজুরী পাচ্ছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন। দেশ আজ উন্নয়নের মহাসড়কে।
তিনি আগামী নির্বাচনে নৌকার বিকল্প আছে কি না আমি জানি না। সমস্ত ভেদাভেদ ভুলে আগামী ভবিষ্যত প্রজন্মের জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার অর্জন ঘরে ঘরে প্রচার করবেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো উন্নত দেশ হবে।
পথসভায় সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। আমাদের নেত্রীর স্বপ্ন ছিল পদ্মা সেতু করা। নিজস্ব অর্থায়নে সেই পদ্মা সেতু এখন মাথা উচু করে দাঁড়িয়েছে। আমরা দ্বিতীয় পদ্মা সেতুর স্বপ্ন দেখি। এটা তার নেতৃত্বেই হবে।
পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ উজির আলী শেখের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি ও পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদিকা এডঃ উমা সেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি, জেলা কৃষকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা যুব মহিলা লীগের আহবায়ক মীর মাহফুজা খাতুন মলি, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন শিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব ও পৌরসভার ৪নং ওয়ার্ডের কমিশনার আলমগীর শেখ তিতু প্রমুখ বক্তব্য রাখেন।