॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিস সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তায়েব-উর-রহমান আশিক যোগদানের পর তিনিই প্রথম ই-মিউটেশনের কার্যক্রম চালু করেছেন। বিশে^র যে কোন প্রান্ত থেকে নামজারীর আবেদন প্রেরণ করা যাচ্ছে ই-মিউটেশনের মাধ্যমে। এছাড়া বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন ভূমি অফিসের মধ্যে ৪টিতে ইতিমধ্যে শতভাগ ই-নামজারীর কার্যক্রম শুরু হয়েছে। আগে নামজারীতে যেখানে সময় নেয়া হতো ৩০ কার্যদিবস এখন সেখানে সময় লাগছে ২৪ কার্যদিবস। ইউনিয়ন ভূমি অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহিত করতে শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি অফিস, শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি অফিস স্টাফ নির্বাচন করে সম্মাননা প্রদান করা হয়েছে। ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দক্ষতা বৃদ্ধির প্রতিযোগিতা শুরু হয়েছে। বেড়েছে কাজের গতি ও স্বচ্ছতা। দীর্ঘদিন স্থবির হয়ে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) প্রতি সপ্তাহে গণশুনানী করছেন এবং জনগণকে তাৎক্ষণিক সেবা ও পরামর্শ দিচ্ছেন। প্রত্যেক সরকারী কর্মদিবসে যে কোন ব্যক্তি সরাসরি তার কক্ষে প্রবেশ করতে পারছেন। ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানের জন্য প্রবেশ পথেই লাগানো হয়েছে কলিংবেল, যার সুইচ চাপলেই সহকারী কমিশনার(ভূমি) নিজেই তার কক্ষ থেকে বের হয়ে এসে জনগণকে সেবা প্রদান করছেন। প্রতিদিন তিনি কয়েকবার নিঃশব্দে অফিস প্রদক্ষিণ করেন, যাতে তার অগোচরে জনগণ কোন বিভ্রান্তিতে না পড়ে বা প্রতারণার শিকার না হয়। পুরো অফিস জুড়ে লাগানো হয়েছে সচেতনতামূলক অনেক লিফলেট ও তার মোবাইল নম্বর।
এছাড়াও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বালিয়াকান্দি হাসপাতাল রোডে খাস জমিতে অবৈধভাবে গড়ে তোলা ৭টি স্থাপনা উচ্ছেদ এবং নবাবপুরের ১ নং খাস খতিয়ানে থাকা ৩৫ শতাংশের একটি পুকুর উদ্ধার করে সরকারী দখল প্রতিষ্ঠা করেছেন। জঙ্গল ইউনিয়নের ১ নং খাস খতিয়ানের ১৯টি দোকান দীর্ঘ দিন ধরে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ব্যবসা করে আসছিল। ঐ ১৯টি দোকান চিহ্নিত করে উচ্ছেদের জন্য ভূমি অফিস থেকে উচ্ছেদ নথি সৃজন করে জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। প্রতি মাসেই চলছে খাস জমি উদ্ধার ও সরকারী দখল প্রতিষ্ঠার কার্যক্রম। ফলে বৃদ্ধি পাচ্ছে উপজেলার ভূমি রাজস্ব আয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তায়েব-উর-রহমান আশিক বলেন, ২০১৭ সালের ৮ই অক্টোবর যোগদানের পর থেকে আমি সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। সঠিক ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আগের তুলনায় ভূমি অফিসে সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। সঠিকভাবে সেবা দিতে উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, সঠিকভাবে তৃণমূল পর্যায়ে ভূমি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সহকারী কমিশনার(ভূমি) বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ভূমি অফিসের কার্যক্রম যাতে সঠিক ও স্বচ্ছতার সাথে পরিচালিত হয় সেজন্য নিয়মিত তদারকি ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।