॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ১৯শে মার্চ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বিদায়ী ও নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায়ী ইউএনও সৈয়দা নুরমহল আশরাফীর কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা আক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা রকিব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তাফা বাচ্চু, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন, চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী ও বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু প্রমুখ।
বক্তাগণ বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফীকে জনপ্রশাসনের একজন দক্ষ ও সুযোগ্য কর্মকর্তা হিসেবে অভিহিত করেন এবং নিষ্ঠার সাথে সুন্দরভাবে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়ে তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী।
উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে। গতকাল ১৯শে মার্চ আনুষ্ঠানিকভাবে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। তিনি রাজবাড়ীতে যোগদানের পূর্বে বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।