॥স্টাফ রিপোর্টার॥ বাতিলকৃত সদস্যপদ ফিরে পেতে হস্তক্ষেপ চেয়ে জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেছে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আঃ কুদ্দুস খান। গতকাল ১৯শে মার্চ অন্যান্য শ্রমিক সদস্যের স্বাক্ষর সম্বলিত সমর্থন পত্রসহ তিনি এই আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সময় থেকে একজন নিয়মিত সদস্য। সংগঠন প্রতিষ্ঠার সময় অক্লান্ত পরিশ্রম করেছেন। সংগঠনের গঠনতন্ত্র প্রস্তুত করা থেকে শুরু করে শ্রমিকদের কল্যাণের স্বার্থে বহুবিধ কার্যক্রম পরিচালনা করেছেন। সংগঠনের গঠনতন্ত্রের বাইরে বা গঠনতন্ত্র বিরোধী কোন কার্যক্রমের সঙ্গে নিজেকে জড়িত করেন নাই। সাধারণ শ্রমিকদের ভোটে একবার সহ-সাধারণ সম্পাদক এবং ৪বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। গত ২০১৫-২০১৮ইং পরিষদের নির্বাচনেও সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু ওই নির্বাচন পরিচালনাকারী সাব কমিটি অবৈধভাবে ও আইনগত ক্ষমতাবান না হওয়া স্বত্ত্বেও বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বারা অনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবিত হয়ে শুধুমাত্র অঙ্গীকারনামায় সামান্য ভুল থাকার কারণ দেখিয়ে তার মনোনয়ন বাতিল করে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই বর্তমান সভাপতিকে নির্বাচিত ঘোষণা করে। সংগঠনের সদস্য হিসেবে তিনি মাসিক চাঁদা নিয়মিত করেছেন এবং ডিজিটাল কার্ড করার জন্য ৩ বৎসরের অগ্রিম শ্রমিক চাঁদা ও অন্যান্য ধার্য্যকৃত চাঁদার টাকা জমা দেয়ার নির্দেশ দেয়া হলে তিনি সর্বমোট ১২০০ টাকা কোষাধ্যক্ষ ইব্রাহিমের কাছে পরিশোধ করেন। তার ডিজিটাল কার্ডও তৈরী করা হয় কিন্তু সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক কার্ডটি তার বরাবর হস্তান্তর করছে না। কার্ড প্রদান না করে মনগড়া শোকজ করে গত ০৬/০২/২০১৮ ইং তারিখের স্বাক্ষরিত শোকজ নোটিশ ০৭/০৩/২০১৮ ইং তারিখে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রাপ্ত হন। ২২/০২/২০১৮ইং তারিখে উক্ত শোকজ নোটিশের জবাব স্বশরীরে ও ড্রাইভার মুন্নুসহ ইউনিয়নের অফিস কেরানী তালেবের কাছে প্রদান করেন। তার পক্ষ থেকে জবাব গ্রহণ করে জবাব সন্তোষজনক হয়েছে কি হয় নাই বিষয়টি না জানিয়ে তার সদস্যপদ বাতিল করে ০৬/০৩/২০১৮ তারিখে স্বাক্ষরিত ০৮/০৩/২০১৮ ইং তারিখে একখানা সদস্যপদ বাতিলের নোটিশ ইউনিয়নের নামে রেজিঃ ডাকযোগে প্রাপ্ত হন। তিনি যাতে সংগঠনের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন সে কারণে ইচ্ছাকৃত ও পরিকল্পিত ষড়যন্ত্রমূলকভাবে তার সদস্যপদ বাতিল করা হয়েছে।
উক্ত আবেদনে তিনি আরো বলেন, গঠনতন্ত্রের ৬(ক) ও ৬(খ) ধারা কখনোই লঙ্ঘন করেন নাই। গত ১৫/০৩/২০১৮ ইং তারিখে দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকায় তার ছবিসহ সাবেক সভাপতি উল্লেখপূর্বক ২৯০ জন সাধারণ শ্রমিকের সদস্যপদ বাতিলের সংবাদ প্রকাশ হয়। সংগঠনের সাধারণ সভা ২৫/০৩/২০১৮ইং তারিখে হওয়ায় সময় স্বল্পতার কারণে এবং সংগঠনের শ্রমিকগণ বিভিন্ন জেলা ও স্থানে কর্মরত থাকায় ৫১০জন শ্রমিক সদস্যের স্বাক্ষর ও সমর্থন নেওয়া সম্ভব হয়। পরবর্তীতে অন্যান্য সদস্যদের সমর্থন প্রদান করা হবে। সংগঠনের ক্ষমতায় থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রমিকদের কল্যাণের কথা বিবেচনায় না এনে শুধুমাত্র তার জনপ্রিয়তার কারণে হিংসার বশবর্তী হয়ে সদস্যপদ বাতিল করেছে। এমতাবস্থায় তার সদস্যপদ ও কার্ড প্রদানে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের সদয় হন্তক্ষেপ কামনা করা হয়।
আবেদনে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্রে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৩ মাস (৯০ দিন) এর মধ্যে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার বিধান থাকলেও বর্তমান কমিটি তা পালন করতে ব্যর্থ হবে মর্মে প্রতীয়মান হয়। আগামী ০৭/০৪/২০১৮ তারিখে বর্তমান পরিষদের মেয়াদ উত্তীর্ণ হবে। এ অবস্থায় ইউনিয়নের সদস্য হিসেবে তার(আঃ কুদ্দুস খানের) শ্রমিক সদস্য কার্ড প্রদান এবং ২০১৮-২০২১ সাধারণ পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের সুযোগ প্রদানে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানানো হয়।
আবেদনের অনুলিপি নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, পুলিশ সুপার, রাজবাড়ী পৌরসভার মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপ, জেলা ট্রাক মালিক সমিতি, মাইক্রো-কার মালিক সমিতিকে প্রদান করা হয়েছে।