॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার একাডেমী ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের(২য় ও তয় তলার) ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান গতকাল ১৮ই মার্চ সকালে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেব ফলক উন্মোচনের মাধ্যমে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও ভান্ডারিয়া দরবার শরীফের পীর মাওলানা মোঃ মোজ্জাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন, মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির ও আরবী প্রভাষক মাওলানা মোস্তফা সিরাজুল কবির প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি বলেন, মাদ্রাসায় সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে-যাতে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করতে পারে। তিনি আরো বলেন, দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা ট্রেডার্স কাজটি সম্পন্ন করবে।