॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার মৈশালা দক্ষিণপাড়া গ্রামে গত ১৬ই মার্চ গভীর রাতে চোর সন্দেহে মিজারুল শেখ(২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় থানা পুলিশ আব্দুল আজিজ মোল্লা ও তার পুত্র জোবায়ের মোল্লাকে গ্রেফতার করেছে। নিহত মিজারুল পাংশা পৌরসভার ৯নং ওয়ার্ডের মৈশালা মৈত্রডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। পেশায় সে একজন ট্রাকের হেলাপার। ঘটনাটি ঘটেছে পাংশা পৌরসভার ৮নং ওয়ার্ডের মৈশালা দক্ষিণপাড়া গ্রামের আব্দুল আজিজ মোল্লার বাড়ীতে।
জানাযায়, গত ১৬ই মার্চ রাত সাড়ে তিনটার দিকে মৈশালা দক্ষিণপাড়া গ্রামের আব্দুল আজিজ মোল্লার বাড়ীতে লোকজন মিজারুল শেখকে আটক করে এলোপাতারী পিটিয়ে গুরুতর আহত করে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মিজারুল শেখকে পাংশা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে পাংশা থানা পুলিশ পাংশা হাসপাতালে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহতের পিতা আব্দুল খালেক শেখ বাদী হয়ে মৈশালা দক্ষিণপাড়া গ্রামের আব্দুল আজিজ মোল্লাসহ ৫জনকে এজাহারনামীয় আসামী করে পাংশা থানায় হত্যা মামলা দায়ের করেন। পাংশা থানার মামলা নং-১৩, তাং-১৭/৩/২০১৮, ধারাঃ ৩০২/৩৪ দঃ বিঃ। থানা পুলিশ অভিযান চালিয়ে আব্দুল আজিজ মোল্লা ও তার পুত্র জোবায়ের মোল্লাকে গ্রেফতার করেছে। তবে ঘটনার নেপথ্য নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।