বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিকায়নের ধারায় সংযোজিত এফএম-৯০ এয়ার ডিফেন্স মিসাইলের টেস্ট ফায়ারিং এ্যাডহক এয়ার ডিফেন্স মিসাইল রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় গতকাল ৩রা জানুয়ারী কক্সবাজারের নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসাবে বিষয়োক্ত ফায়ারিং প্রত্যক্ষ করেন। এ সময় সেনাবাহিনীর উধর্¡তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এফএম-৯০ মিসাইল বর্তমান সময়কার একটি অত্যাধুনিক বিমান বিধ¡ংসী সমরাস্ত্র যা বাংলাদেশ সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এই ক্ষেপনাস্ত্র সকল প্রকার বিমান, ড্রোন এবং এুুজ মিসাইলকে ভূপাতিত করতে সক্ষম। এটি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিন ও রাত্রিতে সমানভাবে কার্যক্রর। এই মিসাইল বড় আকারের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার আকাশ প্রতিরক্ষা প্রদানে সেনাবাহিনীর সক্ষমতাকে এক নতুন উচ্চতায় উন্নীত করল -আইএসপিআর।