॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৫ই মার্চ সকালে র্যালী, আলোচনা সভা ও শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন থেকে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নেতৃত্বে বর্নাঢ্য র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ছাদেকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, রাজবাড়ী চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ জাকির হোসেন ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ছমির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, প্রতি বছর সারা বিশ্বের ন্যায় আমাদের দেশে ভোক্তা অধিকার দিবস পালন করা হয়। এই দিবসের তাৎপর্য সম্পর্কে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীদের সবচেয়ে আগে সচেতন করতে হবে। যাতে তারা শিশু বয়স থেকেই ভোক্তা অধিকার সম্পর্কে শিক্ষা লাভ করে। বর্তমানে দেশের প্রতিটি ক্ষেত্রে সাধারণ ভোক্তাগণ অসাধু ব্যবসায়ীদের দ্বারা ভেজাল, ওজনে কম, মেয়াদোত্তীর্ণসহ বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছে। দেশে একসময় দাঁড়িপল্লায় সুতা লাগিয়ে ওজন করা হতো। দেশ ডিজিটাল হওয়াতে এখন ডিজিটাল মাপার যন্ত্র ব্যবহার হচ্ছে। যাতে ওজনে কম দেওয়া অনেকাংশেই কমে গেছে। ওজনে কম দেওয়ার প্রবণতা কম হলেও বাজারে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পন্য, নকল পন্য, কেমিক্যাল মেশানো ফলমুল ও সবজি বিক্রি করা হচ্ছে। যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকারক ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী। এই সব পন্যের দ্বারা যে শুধু ক্রেতারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাই নয়, ব্যবসায়ীরাও একইভাবে বাজার থেকে অন্য ব্যবসায়ীর ভেজাল পন্য কিনে একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীসহ আমাদের সকলের উচিত ভেজাল, নকল ও কেমিক্যালযুক্ত পন্য বিক্রি বন্ধ করা। যাতে আমাদের সকলের প্রচেষ্টায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানরা কেমিক্যালমুক্ত ভেজাল পন্য থেকে মুক্ত থেকে নিজেদের সুস্থ ও সুন্দর করে গড়ে তুলতে পারে।
তিনি বলেন, রাজবাড়ী বাজারের মিষ্টি ব্যবসায়ীগণ কম দামে দুধ ক্রয় করে বেশী দামে মিষ্টি বিক্রি করছেন যা ভোক্ত অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী এবং ব্যবসায়ীদের ভেজালযুক্ত পন্য বিক্রি না করাসহ সকল ভোক্তার অধিকার সংরক্ষণের আহ্বান জানান।
এছাড়াও ভোক্তাদের অধিকারের বিষয়টি চিন্তা করে রাজবাড়ী বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিজিটাল পরিমাপ যন্ত্র বসানো হবে, যাতে ক্রেতারা তার ক্রয়কৃত পন্যের পরিমাপ সঠিক আছে কিনা সন্দেহ হলে মেপে দেখতে পারেন। আলোচনা সভার শেষে দিবসটি উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদেও মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ক্যাব প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস্, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাদেকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক ও শিক্ষার্থীগণ র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।