॥রফিকুল ইসলাম॥ মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রাজবাড়ীতে মহিলাদের ৬মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামত ও সার্ভিসিং প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল ১৫ই মার্চ দুপুরে রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গার নাহার মঞ্জিলে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলমগীর শেখ তিতু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ীর প্রাক্তন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খানের সহধর্মিনী মিসেস আফরোজা ইসলাম ও আরশি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী সামসুন্নাহার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন রাজবাড়ী পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শাহীনা সুলতানা।
এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের রেজিস্টার্ড বিভিন্ন মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী ও সদস্যগণ এবং প্রশিক্ষণার্থী মহিলারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী মহিলাদের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামত ও সার্ভিসিং প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রশিক্ষণ গ্রহণকারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন। বর্তমান যুগে ব্যাপকহারে এসব ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, যা অকেজো হলেই রিপেয়ারিং বা সার্ভিসিংয়ের প্রয়োজন হয়। এরমধ্যে মোবাইল সার্ভিসিং এখন গুরুত্বপূর্ণ। ব্যাপক সম্ভাবনাময় বলেই সরকার এই খাতে মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। পরিশ্রমেই পূর্ণতা আনে। কাজের মাধ্যমেই কেবল এগিয়ে যাওয়া সম্ভব। এ জন্য সবাইকে পরিশ্রমী হতে হবে।
রাজবাড়ী সদরের ৩০জন মহিলা ৬মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রতি সপ্তাহের ৫দিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করা হবে।