॥স্টাফ রিপোর্টার॥ কলকাতা হতে ঢাকা শুভেচ্ছা পদযাত্রা সফল করতে কলকাতার ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের ২জন প্রতিনিধি মানস কুমার সরকার ও সুবিমল দেব গত ১৩ই মার্চ সন্ধ্যায় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ে জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল হক উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে তারা জানান, বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অনুষ্ঠানমালায় অংশ নিতে ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের শিক্ষার্থীরা আগামী ২৩শে মার্চ কলকাতা হতে পদযাত্রা করে ঝিনাইদহ, মাগুরা, মধুখালী হয়ে ২৫শে মার্চ বিকালে রাজবাড়ীতে আগমন করবেন। ঐদিন তারা রাজবাড়ী জেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করে বক্তব্য প্রদান, যোগ ব্যায়াম প্রদশন, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। রাতে তারা রাজবাড়ীর বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মনসুর-উল-করিমের কাজীবাধাস্থ বুনন আর্ট স্পেসে রাত্রিযাপন করবেন এবং পরদিন ২৬শে মার্চ সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ঢাকার অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করবেন। ২০জনের প্রতিনিধি দলে ৮জন মহিলা এবং ১২জন পুরুষ সদস্য থাকবেন। তন্মধ্যে শুভেচ্ছা পদযাত্রায় ১৪জন অংশগ্রহণ করবেন। অন্যান্যরা ভলান্টিয়ার হিসেবে যানবাহনে শুভেচ্ছা পদযাত্রায় অংশগ্রহণকারীদের অনুসরণ করবেন। কলকাতা হতে ঢাকা শুভেচ্ছা পদযাত্রায় অংশগ্রহণকারী দলটি তথ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশে আসবে।
এ পদযাত্রা সফল করতে জেলা প্রশাসক মোঃ শওকত আলী সর্বাত্মক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেয়ায় সাক্ষাতকারী প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।