শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে যৌথ সাইক্লিং অভিযান শুরু

  • আপডেট সময় বুধবার, ১৪ মার্চ, ২০১৮

বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণে দ্বিতীয়বারের মত যৌথ সাইক্লিং অভিযান গত ১২ই মার্চ যশোর সেনানিবাস হতে শুরু হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং(জিওসি) ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোঃ নাঈম আশফাক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ যৌথ সাইক্লিং অভিযানের উদ্বোধন করেন।
সাইক্লিং অভিযানে অংশগ্রহণকারী ভারতীয় সেনাবাহিনীর ১৮ সদস্যের একটি দল গত ১০ই মার্চ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে যশোর সেনানিবাসে আগমন করেন। পরবর্তীতে সাইক্লিং দলের সদস্যরা যশোর এলাকায় বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেন। গত ১২ই মার্চ হতে ২৬শে মার্চ পর্যন্ত দুই সপ্তাহ ব্যাপী প্রায় ১২০০ কিঃ মিঃ দীর্ঘ সাইক্লিং অভিযানে অংশগ্রহণকারী সদস্যরা সাইক্লিং এর পাশাপাশি বাংলাদেশ ও ভারতে অবস্থিত মুক্তিযুদ্ধের নিদর্শন বহনকারী স্থাপনাসমূহসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। এই সাইক্লিং অভিযানের মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক বৃদ্ধিসহ ভবিষ্যতে এ ধরনের অভিযানে অংশগ্রহণের ক্ষেত্র আরো প্রসারিত হবে। এ যৌথ সাইক্লিং অভিযান আগামী ২৬শে মার্চ রংপুর সেনানিবাসে সমাপ্ত হবে।
উল্লেখ্য, গত ২০শে মার্চ ২০১৭ তারিখ থেকে ৩রা এপ্রিল ২০১৭ তারিখ পর্যন্ত বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর অংশগ্রহণে প্রথম সাইক্লিং অভিযানটি পরিচালিত হয়েছিল -আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!