॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপির খান্দুয়া গ্রামে পূর্ব দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজন আবুল হোসেনের মালিকানাধীন বাগানের মেহগনি গাছ কর্তন করেছে। এ ঘটনায় রাজবাড়ীর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে জানাযায়, গত ৫ই মার্চ সকালে খান্দুয়া গ্রামের আবুল হোসেনের মালিকানাধীন জমির মেহগনি বাগানের কয়েকটি গাছ কর্তন করে প্রতিপক্ষ আহম্মদ আলী মন্ডলের লোকজন। দীর্ঘদিন যাবত উভয় পরিবারের মধ্যে সামাজিক বিরোধ চলছিল। তবে মেহগনি বাগানের জায়গা নিয়ে কোনো বিরোধ না থাকলেও পূর্ব দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষ আহম্মদ আলী মন্ডলের লোকজন বাগানের কয়েকটি গাছ কর্তন করে। এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে আহম্মদ আলী মন্ডলসহ ৮জনকে আসামী করে রাজবাড়ীর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।