॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ “অদম্য বাংলাদেশ” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে গতকাল ৭ই ডিসেম্বর সকালে রাজবাড়ীতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ (ওজোপাডিকো) ও পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ আয়োজনে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্ত্বর থেকে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
র্যালী ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশসক জিনাত আরা।
রাজবাড়ী ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকারের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আলতাফ হোসেন। এ সময় ওজোপাডিকো’র সহকারী প্রকৌশলী শেখ সাইফুদ্দিনসহ ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ দেশের বর্তমান বিদ্যুৎ অবস্থাসহ ভবিষতে বিদ্যুতের কিভাবে আরো উন্নয়ন ঘটানো যায় সে বিষয়ে বক্তব্য রাখেন।
জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে র্যালী ও পথসভা
