॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে “জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১০ই মার্চ সকালে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আ¤্রকানন চত্বর থেকে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নেতৃত্বে বর্নাঢ্য র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
এরপর রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী এবং বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডঃ এম.এ খালেক বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান।
এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভার শেষে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে দুর্যোগের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার তৎপরতার মহড়া অনুষ্ঠিত হয়।