শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মাদক বিরোধী তথ্য অভিযান উপলক্ষে রাজবাড়ীতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ২ মার্চ, ২০১৮

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” বিষয়ক মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান প্রচারের অংশ হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ১লা মার্চ বেলা সাড়ে ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিব মিনা এবং রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাদেকুর রহমান এবং জেলা তথ্য অফিসার মোঃ মোক্তার আলী মল্লিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, সারা দেশে যে সকল সমস্যা রয়েছে তার মধ্যে মাদক হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা। যা আমাদের অর্থনীতিসহ সার্বিক উন্নয়নকে বাঁধাগ্রস্ত করছে। বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। বিষয়টি উপলদ্ধি করতে পেরে বর্তমান সরকার মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজ ও দেশকে রক্ষার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। যার অংশ হিসেবে আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সমাজের দর্পনখ্যাত সাংবাদিকদের লেখনীর দ্বারা মাদকের অপব্যবহার রোধে সরকার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজবাড়ী জেলার পার্শ্ববর্তী জেলাগুলোর অনেকগুলোতেই বর্ডার ও সন্ত্রাসপ্রবণ বিভিন্ন এলাকা রয়েছে। যার কারণে রাজবাড়ীতে অতি সহজেই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের দ্বারা বিভিন্ন মাদক প্রবেশ করছে। যেহেতু সন্ত্রাসীদের কোন সামাজিক মর্যাদা নাই, সেই জন্য তারা অর্থ উপার্জনের ক্ষেত্রে মাদক ব্যবসাকে ব্যবহার করে জেলায় মাদক নিয়ে আসছে। রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়াতে দেশের সর্ববৃহৎ পতিতাপল্লী রয়েছে। দৌলতদিয়া ঘাট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার হওয়ায় ওই ঘাট দিয়ে বিভিন্ন জেলার যাত্রী ও পণ্যবাহী যানবাহন পারাপার হয়। এদের অনেকেই ওই নিষিদ্ধ পল্লীতে প্রবেশ করে মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে থাকে। সুতরাং সেখানে মাদকসেবী ক্রেতাদের কাছে সহজেই মাদক বিক্রি করা যায় এবং অধিকাংশ ক্ষেত্রেই এই নিষিদ্ধ পল্লীতে সমাজের সচেতন মানুষের যাতায়াত না থাকার কারণে মাদক ব্যবসায়ীরা সহজেই মাদক ব্যবসা পরিচালনা করতে পারে। এই সব কারণে রাজবাড়ী জেলায় মাদকের প্রভাব বেশী পরিলক্ষিত হচ্ছে। রাজবাড়ী জেলায় যাতে কেউ মাদক ব্যবসা পরিচালনা করতে না পারে সেই লক্ষ্যে জেলা মাদক নিয়ন্ত্রণ টাস্কফোর্স, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। সেই কারণে বর্তমানে জেলা কারাগারে এমনি আসামীর চেয়ে মাদকের আসামী বেশী। এই সকল কারাগারে আটক মাদক ব্যবসায়ী ও সেবীদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে বা মাদক সেবনের কারণে তাদের কোন শারিরীক সমস্যা হলে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও মসজিদের ইমামদের মাধ্যমে শুক্রবারের জুম্মার নামাজের খুতবাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের বক্তব্যে মাদকের ভয়াল দিক তুলে ধরে সমাজের সকলকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
তিনি ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষার লক্ষ্যে সাংবাদিকগণ তাদের লেখনী ও বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে মাদকের অপব্যবহার সম্পর্কে সকলকে সচেতন করে তোলার আহবান জানান।
উল্লেখ্য যে, প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, গতকাল ১লা মার্চ রাত ৮টা ৫০মিনিটে সকল টিভি চ্যানেল ও রেডিওতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক নির্মিত টিভিসি ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ প্রচারের মাধ্যমে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান শুরু হবে। গণমাধ্যম কর্মীদের বিষয়টি ব্যাপকভাবে প্রচারসহ জেলাবাসীকে অবহিত করার অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!