আফ্রিকার মালিতে গত ২৮শে ফেব্রুয়ারী স্থানীয় সময় দুপুর ২টা ৩০মিনিটের দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট) দোয়েঞ্জা নামক স্থানে সন্ত্রাসীদের পুঁতে রাখা শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ(আইইডি) এর ভয়াবহ বিস্ফোরণে ৪জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং আরো ৪জন আহত হয়েছেন।
নিহতরা হলেন ঃ ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর(৩৭ এডি রেজিঃ আর্টিঃ), ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজিঃ আর্টিঃ), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইস্ট বেংগল) সৈনিক(পাঁচক) জামাল, চাপাইনবাবগঞ্জ (৩২ ইস্ট বেংগল)।
আহতরা হলেন ঃ কর্পোরাল রাসেল, নঁওগা(৩২ ইস্ট বেংগল), সৈনিক আকরাম, রাজবাড়ী(৩২ ইস্ট বেংগল), সৈনিক নিউটন, যশোর(১৭ বীর), সৈনিক রাশেদ, কুড়িগ্রাম (৩২ ইস্ট বেংগল)।
উল্লেখ্য, ব্যানব্যাট-৪ এর একটি লজিস্টিক কনভয় এস্কর্ট (নিরাপত্তা দল) গাঁও হতে মপতি যাওয়ার পথে বোনি-দোয়েঞ্জা সড়কে দোয়েঞ্জা হতে ৩৫ কিঃ মিঃ পূর্বে এই দুর্ঘটনাটি ঘটে। ১৩টি এপিসি ও ২টি এমপিভি এর সমন¡য়ে কনভয় এস্কর্ট এর ৪ নম্বর এপিসিটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে এই বিস্ফোরণ ঘটে। দ্রুততার সাথে হেলিকপ্টারযোগে আহতদেরকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে দুর্ঘটনাস্থল হতে উদ্ধার করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। মালিতে নিয়োজিত অন্যান্য বাংলাদেশী শান্তিরক্ষীগণ নিরাপদ আছেন -আইএসপিআর।